sumanasya
9 December 2024
এই যে এত মৃত্যু
এত হাহাকার
এ সব একদিন ভুলে যাওয়া যাবে
ইতিহাসের পাতায় লেখা থাকবে
কে কীভাবে জিতেছিল
কে কীভাবে হেরেছিল
অর্থনীতি কীভাবে ডুবে
ভেসে উঠেছিল
যা পরিমাপযোগ্য নয়
তা বড় হেলা করে মানুষ
তাই শোক, ক্ষমা, শান্তি ধুলোয় মিশে থাকে
হয় তো মনে পড়ে ধুলোয় মেশার সময়
কিন্তু তখন ফেরার সময় কই?