Skip to main content

 

এ বিকারগ্রস্ত জগতের পাশাপাশি

এক বিকারহীন জগত জেগে থাকে

                    অ-মানুষী। নির্বিকার।

 

ক্যান্সারে লড়তে লড়তে

  জীবনের শেষ সুতোটা ছাড়তে না চেয়ে

    যে প্রবল যন্ত্রণায় হাসপাতালের বেডে

 

তার শুশ্রূষাকারী জানে

  শেষ সুতোর মেয়াদ এসেছে ফুরিয়ে

      এত যন্ত্রণা, এত বিকার

        মিলিয়ে যাবে লহমায়

                 সেই নির্বিকারে

 

এ চাঁদ, সূর্য, আকাশ

     এ মাটি, জল, বাতাস

এ নোংরা, বিশ্রী, উৎকট গন্ধ

   গলি, মানুষ, আবাস

 

.সব বিকারের ঢেউয়ে ভাঙতে ভাঙতে

    টুকরো টুকরো হয়ে মিলিয়ে যাচ্ছে

       সেই অবিকার, অ-মানুষী বেদনায়

 

বিকারের পাঁচিলে

    ঘূর্ণাবর্ত সময় শুধু জানে

         যা নেই, তা নেই

            যা আছে, তা চিরকাল আছে

  মানুষই শুধু আছে-নেই এর মধ্যে

         দাঁড়িয়ে। একা। বিস্ময়ে।

             আঘাতে। প্রেমে। আনত।

Category