দখল
১
====
দখল চাইছি
তোমার
চলে যাও
মুক্ত করো নিজেকে
বাঁচাও আমায়
২
====
সমস্ত দখল করে বসে আছি
এত ভালোবাসা আমার
৩
====
একদিন সব দখল ছেড়ে দেব
একদিন আর দখলকে বলব না ভালোবাসা
তোমায়
রবি ঠাকুর ও লোকনাথ সংবাদ
কহিলেন লোকনাথ
রবি ঠাকুরেরে
তোমাতে আমাতে মিল
বেশ দেখি যে হে
তিরোধান দিবস স্মরি
বাঙালির প্রাণ
কিবা যোগে করে সবে উৎসব মহান
উদাসীন অনুকম্পায়
চলো
শান্তি ছিল
আত্মসম্মানহীন
প্রেম ছিল
দখল করে বসে
নিরাপত্তা ছিল
শুষ্ক নদীতে
নোঙর ফেলা নৌকার মত
মৃত্যু এলো যখন
সবাই ভাবল সে বলবে -
"এখন না, এত সুখ!"
আর তুমি
আমার বুক ভরে নেওয়া শ্বাস প্রশ্বাস
আর তুমি
আমার চোখে জেগে থাকা আলোর সাগর
আর তুমি
আমার শ্রবণ জুড়ে বাতাসের আনাগোনা
আর তুমি
আমার জিহ্বায় জাগা জলের তৃপ্তি
আর তুমি
আমার স্পর্শে জাগা প্রাণের সাড়া
আর তুমি
আমার হৃদয় জুড়ে বওয়া জোয়ারভাটা
আর তুমি
আমাকেও সঙ্গে নিও
তুমি ছাড়া
সব তছনছ করে যাবে
আর কে বলো?
এসো
আমার আবার সব গোছানো হয়ে গেছে,
নতুন রকম করে
এবার আসবে যখন
পারলে সব
পুড়িয়ে দিয়ে যেও
আদিম অনন্ত আকাশ
অতিমারীর প্লাবনে
সদ্য মা হারা
বাচ্চা মেয়েটা
ঘরের সব আলোগুলো জ্বেলে
দাঁড়িয়ে ঝুলবারান্দায়
একা
ভালো
যে ভালো শুধু তোমার ভালো বলেই ভালো,
সে আদৌ নয় ভালো।
যে ভালো কেবল তোমার আমার ভালো বলেই ভালো।
সে হয় তো অল্প অল্প ভালো।
যে ভালোতে হয় অনেক মানুষের ভালো,
সে বটে তবে বেশ কিছুটা ভালো।
তুমি অস্থির হও
তোমার সাবধানতা
তোমার হৃদয় আগলে দাঁড়িয়ে থাকে অহর্নিশি
কখনও হৃদয় ঘুমিয়ে পড়ে অসময়ে
কখনও বা সে ছেলেমানুষী বায়নায়
উত্যক্ত করে
হিসেবী-বুদ্ধি প্রহরীকে
তুমি অস্থির হও
হবেই তো