সৌরভ ভট্টাচার্য
6 January 2022
হাতের উপর হাত রাখা আজ সত্যিই সহজ নয়
স্যানিটাইজার হাতের নাগালে না হলে
ঠোঁটের উপর ঠোঁট রাখা বিপজ্জনক
আরটিপিসিআর নেগেটিভ না হলে
গোপন কথা কাছে এসে বলার দিন নয়
এন৯৫ এ মুখের আগল না ঢেকে রাখলে
কাশি সর্দি জ্বরে নিশ্চিন্তে ভোগার এ দিন নয়
সঙ্গে অক্সিমিটার, ল্যাব রিপোর্ট, চিকিৎসকের সুপরামর্শ না থাকলে
অতএব ভালো থাকার এ দিন নয় বন্ধু
ফুসফুসে আর অর্থনীতিতে সুস্থ সমঝোতা না হলে