সৌরভ ভট্টাচার্য
30 November 2021
মাঝে মাঝে ভীষণ ইমোশনাল হওয়াও
প্র্যাক্টিকাল হওয়া
খুব রাবিশ, স্টুপিড, সেন্টিমেন্টাল কথাগুলোও
ভীষণ প্র্যাক্টিকাল কখনও কখনও
নইলে নিজেকে ছাঁকতে ছাঁকতে
শেষে কিছু নকল 'আমি'ই রয়ে যাবে হাতে
আসল 'আমি'কে নিয়ে ততদিনে হয় তো
ওয়ার্থলেস, সেন্টিমেন্টাল মনটা
হারিয়ে গেছে
কয়েক আলোকবর্ষ দূরে!