Skip to main content

হঠাৎ হাওয়ায় উড়ে এলো
  একগুচ্ছ শুকনো পাতা
ধুলো বলল, এসো, নিঃশেষ হও আমাতে মিশে
আচমকা বৃষ্টি এলো মুষলধারে
মেঘ কেটে গেল
স্বচ্ছ আকাশে উঠল ঝকঝকে চাঁদ
তার পাশে স্থির একটা জ্বলজ্বলে তারা
সকাল হতে আর কতটা দেরি?
উৎকণ্ঠিত প্রশ্ন করল রাতের আকাশ

 

Category