Skip to main content

যে দলিত মেয়েটা ছাই হয়ে গেল,
   ধর্ষণের পর
ভুল বললাম
যে দলিত মেয়েগুলো হারিয়ে গেল, ধর্ষণের পর
তারা আজ রাস পূর্ণিমায়
  রাস প্রাঙ্গনে এসে দাঁড়িয়েছে
কার অপেক্ষায়?
    বৃন্দাবননাথের না, অর্জুনসারথির?
রাস পূর্ণিমার চাঁদ আজ বিভ্রান্ত 
   কান পেতে আছে
ফোঁপানি কান্না
      গোঙানির শব্দ
কিছুতেই মিলছে না
           বাঁশির কোনো তানে
শূন্য রাসের প্রাঙ্গন উদগ্রীব উৎকণ্ঠায়

   সে আসবে তো? 

Category