সৌরভ ভট্টাচার্য
11 January 2022
এখন ঘুরেফিরে
মাথার মধ্যে
হোয়াটসঅ্যাপে
টেক্সটে, ফোনে
দেখা হলে
না দেখা হলে
কথা হলে
কথা না হলে
একটাই প্রশ্ন
কেমন আছিস?
কেমন আছেন?
কেমন আছো?
রোদ উঠলে
মেঘ করলে
শীত পড়লে
শীত কমলে
সূর্য ডুবলে
সূর্য উঠলে
পাখি ডাকলে
ঝিঁঝিঁ ডাকলে
মাথায় বুকে
এক দাবড়ানি
আশেপাশে
দূরে কাছে
চেনা অচেনায়
কেমন আছিস?
কেমন আছেন?
কেমন আছো?
বন্ধু হও
শত্রু হও
উদাসীন হও
পরিচিত হও
হও অপরিচিত
ভালোবাসো
না-ই বা বাসো
শুধু যে যেখানে
যেভাবে আছো
ভালো থাকো
বেঁচে থাকো
বাগানে তোমার
ফুল না থাকুক
তবু শিকড়গুলো জিইয়ে রাখো
ভালো থাকো
সুস্থ থাকো
যুঝতে থাকো
লড়তে থাকো
যে করেই হোক
ভালো থাকো
ভালো রাখো