সৌরভ ভট্টাচার্য
29 November 2021
মন খারাপের চোখের দিকে তাকাতে নেই
মন খারাপ কোলে উঠে বসে
লোম ফোলানো বেড়ালের মত
বলে, আদর করো
মন খারাপকে পায়ে মাড়িয়ে যেতে নেই
প্রতিটা পায়ের ছাপে
সে নিজেকে ছাপতে ছাপতে যায়
মন খারাপের কথা শুনতে নেই বেশিক্ষণ
সে ছাদ ফাটা জলের টিপ টিপ অবিরাম ধ্বনিপাত
মন খারাপকে বলতে হয়,
"আব্বুলিশ!
আবার আসছি একটু পরেই খেলতে
হাতের কাজ আছে ক'টা
সেরে নিই"