সৌরভ ভট্টাচার্য
7 January 2022
বৃষ্টির সব বিন্দুই কি নদী, খালে, বিলে, সাগরে, চাষের ক্ষেতে গিয়ে পড়ে?
কিছু তো এদিক, ওদিক
ভাঙা পাত্রে, কার্ণিশে, শূন্য টবে
এ কোণে, সে কোণে জমে অপচয় হয়!
যত মুকুল ধরে, যত কুঁড়ি জন্মায়
সবই কি ফল, ফুলে সার্থকতা পায়?
কত কুঁড়ি, কত মুকুল তো এমনি এমনিই অপচয় হয়!
ফুলের বাজারে দেখেছি
কত ফুল কোনো মালায়,
কোনো ফুলসাজে স্থান না পেয়ে
রাস্তায় কাদা মেখে শুয়ে
পায়ে পায়ে পিষে যাচ্ছে
থেঁতো হয়ে যাচ্ছে
এভাবেও তো অপচয় হয়!
এক একজন মানুষ
সবটুকু ভালোবাসা
সবটুকু বিশ্বাস
অপচয় করে বসে আছে
দিশাহারা
এও তো দেখেছি
সান্ত্বনা খুঁজছে উন্মাদের মত
সান্ত্বনা তো একটাই
এ সংসারে অপচয় হয়!