Skip to main content

চড়াই-উতরাই

অনেকেই অনেক সময় প্রশ্ন করেন - কি ভালো লাগে - সমুদ্র না পাহাড়? ....

অকালবোধন

দূরে শুনছ কিসের সুর বাজছে?
শুনতে পাচ্ছো না?
ওই দেখো, ওর তালে তালে
   বাড়ির উঠোন কাঁপছে, ছাদ দুলছে
শিউলিগুলো ঝরছে দেখো প্রতিটা সমে
তুমি কিচ্ছু দেখতে পাচ্ছ না, শুনছ না কিছু?

তাহার উপর নয়


ছোটোবেলা থেকে জানতুম, শ্রাদ্ধশান্তি, জন্মদিন, মুখেভাত, বিয়ে ইত্যাদি তিথিনক্ষত্র, দিনক্ষণ দেখে করতে হয়ে। 

ধন্যবাদ যশোদি

এখন বুঝছি, একবারে হয়ে যাবার না। তাহলে তো রামমোহন বিদ্যাসাগরে শেষ হয়ে যেত।
...

ছেলেটা

ছেলেটাকে আমি চিনতাম।

ও একটা সামাজিক ভালোবাসা চেয়েছিল।

পায় নি। ছেলেটা সমকামী ছিল।

এখন শুনেছি অন্ধকার গলিতে দাঁড়ায়।

অসামাজিক প্রেমই ওকে ডেকে নিল।

মহারাষ্ট্রের একটি খবর নিয়ে

মহারাষ্ট্রের এই খবরটা নিয়ে ভীষণ তোলপাড় হচ্ছে চ্যানেলগুলোতে। কথাটা হল তারা লিখতে প্রয়াস পেয়েছে, পণের ক্ষেত্রে কুশ্রী আর বিকলাঙ্গ মেয়েদের বেলায় বেশি ব্যবহার হয় ইত্যাদি।
...

না হতেও তো পারে

হতে পারে তুমি আমার উপর নারাজ
রাস্তাটা আধমাইল কেন
   এক পাও হাঁটতে তোমার ইচ্ছা নেই
হতে পারে তোমার ভোরের স্বপ্ন ভাঙিয়েছি আমি

Subscribe to