সৌরভ ভট্টাচার্য
7 July 2017
মেঘলা আকাশ
ছায়া ছায়া
ভিজে ভিজে সবুজ এদিক ওদিক
বৃষ্টি বিরাম অবকাশে
একবিন্দু বৃষ্টির জল
জানলার কার্ণিশে আটকে
দ্বিধায়
অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি
খানিক উৎকণ্ঠায়
চাইছি না পড়ুক
পড়ে তো যাবেই, জানি
তবু থাকল না হয় আরেকটু ক্ষণ
আমার দেখার নাগালে
হাস্পাতালে এমন উৎকন্ঠিত চোখ অনেকবার দেখেছি