Skip to main content

মেঘলা আকাশ
   ছায়া ছায়া
      ভিজে ভিজে সবুজ এদিক ওদিক
বৃষ্টি বিরাম অবকাশে
   একবিন্দু বৃষ্টির জল 
  জানলার কার্ণিশে আটকে
            দ্বিধায়

    অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি 
             খানিক উৎকণ্ঠায় 
       চাইছি না পড়ুক

   পড়ে তো যাবেই, জানি
     তবু থাকল না হয় আরেকটু ক্ষণ
          আমার দেখার নাগালে

হাস্পাতালে এমন উৎকন্ঠিত চোখ অনেকবার দেখেছি

Category