Skip to main content

লতানে গাছটা বটগাছটাকে জড়িয়ে উঠছিলো

  তা উঠছিলো তো উঠছিলো,
        ক্ষতি ছিল না তো কোনো!

হঠাৎ বেশ কিছুটা ওঠার পর
   লতানো গাছের সাধ হল

কি সাধ হল?

সে চাইলো, সেও হবে বট গাছ

  সেদিন থেকে সে অনাবশ্যক বাড়তে লাগল। অনাবশ্যক জল, বায়ু, খনিজ শোষণ করতে শুরু করল।

অনেকে বলল, বাহ্! বাহ্! এই তো চাই। 
    (মনে মনে বলল, তাও কি হয়!! হায় রে হায়! হাসালে ভাই!)

 কেউ কেউ বলল, আরে কি করো লতা? 
   তখন সবাই রে রে করে ঝাঁপিয়ে বলল, 
     কার ঘাড়ে কটা মাথা! অ্যাঁ
        সাম্যবাদ কি কিস্যুই বোঝো না!?
     আহাম্মক! উজবুক সব, রক্ষণশীল ভোঁতা!

লতা গাছটা মোলো

   অনেকে ডাকল শোকসভা। বটগাছকে করল দোষী। ক্ষতিপূরণ দাবী, মানহানি মোকদ্দমা জারি আরো কত কি-ই যে হল...
   কেউ কেউ বললে, এ অন্যায়, এ অবিচার!

  অনেকে বলল, রাখো ওসব সেকেলে কতা, বৃহৎস্বার্থে, ক্ষুদ্র প্রাণের অভিলাষ রাখতে, পারত না ও নিজেকে খানিক ছোটো করে, আরেকটু নীচু ছাঁটতে?!

  বটগাছ রইল চুপ। তার গায়ের থেকে শত শত পাখি, পোকা উড়ে উড়ে বলল, তাও কি হয়! তাও কি হয়!

   অনেকে বলল, পাকিয়েছে দল, এমনই হয়, এমনই হয়!

   কেউ কেউ রা থাকল নীরব। কালের উপর ভরসা তাদের। মনে মনে বলল - যেমনটা রয়, তেমনই হয়।

Category