Skip to main content

পার্থক্যটা হল, লাইটস অন্, ক্যামেরা রোল বা মুভ কেউ বলে না। বুঝে নিতে হয়। 
নাইস শট্, কেউ বলবে না। ওটাও বুঝে নিতে হয়।
এক কান্নায় যে কত কান্না বেরোয়, নিজেও বোঝা যায় না। শুধু মেক আপগুলো রাতে একটার পর একটা তুলতে তুলতে খুঁজতে থাকা, কোন শটটা সবচেয়ে খারাপ ছিল? ওইটুকুই তো জলে ডোবানো পা, বাকিটা তো গরম বালিতে ছোটা, হাঁটার মত করে, কিচ্ছু হচ্ছে না বোঝাতে বোঝাতে...
কাট্!!!
নেক্সট শট রেডি....
আপাতত আসি টাটা...