সৌরভ ভট্টাচার্য 10 July 2017 কেন্দ্রে নয় তো পার্থক্যটা হয় পরিধিতে ক'টা বৃত্তের পরিধি ছুঁয়ে গেল? ক'টা বৃত্তের পরিধি ছুঁয়ে এলে? অবশেষে কেন্দ্রটা যায় মিলিয়ে পরিধিটা যায় রেখে যুগ-যুগান্ত ধরে সে পরিধি মিলিয়ে চলে নানান কেন্দ্র - একে ওকে তাকে Category কবিতা Log in or register to post comments3 views