সৌরভ ভট্টাচার্য
7 July 2017
ভাঙা ভাঁড়ের গল্প দুটো রেললাইনের মধ্যে
এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে
বাঁ হাতের মধ্যমা আর বুড়ো আঙুলের মধ্যে ধরা যে ভাঁড়টা ঠোঁট ছুঁয়ে নামছে
ও খানিক পরে পড়বে ওই দুই লাইনের মধ্যে
আরেকটা মানুষের গল্প নামবে অতীত হয়ে
নীরব গল্পরা কিছু সঙ্কেতে জেগে থাকে
কারোর শোনার অপেক্ষায়