সৌরভ ভট্টাচার্য
9 July 2017
প্রেম সন্ধ্যাকাশে চিঠি পাঠিয়েছিল
নিঃশব্দে
মেঘের বুকে লেগে সে চিঠির খাম গেল খুলে
ঝিরিঝিরি বৃষ্টির সাথে ঝরে পড়ল মাটিতে অক্ষরগুলো
অঙ্কুরিত হল
আজ সে ডালপালা মেলে তাকিয়ে
কে যেন তাকে ডেকেছিল?
সন্ধ্যাকাশের সুরের মধ্যে লুকানো
তার রূপের সঙ্কেত
গাছটা যুগান্তরের অপেক্ষায়
ধ্যানের প্রান্তে যেন সে
সূর্যাস্তের পারে
(ছবিঃ প্রীতম পাল)