যতটা জল ভরা
জল তরঙ্গের আওয়াজ শুনেছ?
যতটা জল ভরা
তার ওপর হয় সুরের হেরফের
তোমার বুকে কতটা জল ভরা?
প্রতিশ্রুতি
ওঠো
জানলাটা খোলো। দরজাটা খোলো।
ওরা অনেকবার তোমার দরজায় টোকা দিয়ে গেছে।
কারা?
এক নদী জল
আর এক আকাশ তারা
মলাটটা ছেঁড়ো। ভূমিকাটা মোছো।
ওরা অনেকবার এ পাশ ও পাশ করে ঘুমিয়ে পড়েছে।
কারা?
এক পাহাড় স্বপ্ন
আর একমুঠো স্বচ্ছ কবিতারা
আড়ি
মৃত্যুকে কতবার বলেছি আড়ি
যা যা যা
নেব না তোকে খেলায়,
যাব না তোর বাড়ি
আড়ি আড়ি আড়ি
ব্রত
আমি ধ্রুবসত্য কি জানিনি
খুঁজিনিও কোনোদিন
আমার বুকের ভিতর থেকে
মিথ্যাকে স্বীকার করিনি কোনোদিন
যত রমনীয়, যত মনোহর
যত আরামের, যত কমনীয়
সে হোক
অসহ রাত, অসহ বিচ্ছেদ
অসহ বিভীষিকা, অসহ পথ
হয়েছে সহনীয় অবশেষে
অন্তঃবাসী
হৃদয় ঈশ্বরের চেয়েও রহস্যময়
তবু সেই হৃদয়েই ফিরে আসি
সেই একমাত্র যে ঈশ্বরের মতই শুদ্ধ
অনাদি অনন্ত অন্তঃবাসী
যাত্রা
প্রণাম
আশ্রয়
আমার আশ্রয় কাঁচা অথবা পাকা বাড়ি নয়
যে ভূমিকম্পে বা বন্যায় ধ্বংস হবে
আমার আশ্রয় অর্থ, মণি- মাণিক্য নয়
যে চোর ডাকাতে নিয়ে যাবে
আমার আশ্রয় পাণ্ডিত্যের শংসাপত্র নয়
যে তা হারালে আমার সর্বস্ব যাবে
আমার আশ্রয় আমার ওপর তোমার বিশ্বাস
বারবার ভেঙে পড়লেও
যা ফিরিয়ে দিয়েছে তোমার চোখ