Skip to main content
muktir moha

তুমি যাকে শুচিতা বলো

তাও প্রকারান্তরে অস্পৃশ্যতার বিকার

 

তোমার দেবালয় থেকে হৃদয়

কেউ মুক্ত নয়

 

তুমি তবে কোন মুক্তির মোহে নিজেকে ভোলাও?

 

(চিত্রগ্রাহকঃ Suman Das)

Category