Skip to main content

সরে দাঁড়াও

সরে এলাম

তুমিও একটু সরে দাঁড়াও

মাঝখান থেকে অভিমানগুলো বয়ে যাক
   ক্ষেতে জমে থাকা বর্ষার জলের মত
       মিশুক নদীতে

তুমি একটু সরে দাঁড়াও

বিষ্টুবাবু

"গড়গড় করে নামতা বলতে পারো না? তবে কি পারো? লাফিয়ে ট্রেনে উঠতে পারো? রিকশায় বসে আকাশের দিকে তাকাতে তাকাতে নিজেকে নিজে গল্প শোনাতে পারো? পা'টা সুড়সুড় করছে? কোথায় যাবে? এত যাওয়া যাওয়া কেন?"
...

শুভ নববর্ষ

দাবী একটাই
ইচ্ছা একটাই
বাসনা একটাই
লোভ একটাই
স্বপ্ন একটাই

সবাই মিলে

কাছাকাছি থাকি
পাশাপাশি থাকি
ঘেঁষাঘেঁষি থাকি
এমনি ভাবেই

শুভ নববর্ষ

যশোধরার কবিতাযাপন

বছরের প্রান্ত সীমানায় পৌঁছিয়ে হঠাৎ ভাগ্যের তোরণ গেল খুলে। হাতে এসে পড়ল যশোধরা রায়চৌধুরীর একগুচ্ছ কবিতার বই। কিভাবে এলো সে গল্প থাক। শব্দের ভিতরের শব্দদের কথায় আসা যাক। ...

পুরোনো কথারা

পুরোনো কথারা পুরোনো
হতে হতে হারানো হয়ে যায় ...

৩০ শে ডিসেম্বর

৩০শে ডিসেম্বর, মায়ের জন্মদিন
মায়ের সাথে শেষ জন্মদিনটা কেটেছিল ICU তে, পাঁচ বছর আগে।
মায়ের বেডের পাশে ...

কান্না

আলোচ্য বিষয় ছিল হয় তো বা কিছু
   সে সব কথা আজ না হয় থাক, অন্যদিন হবে।

কে দেবে উত্তর?

যতবার সমুদ্রের জল হাতে নিয়েছি
     ততবার দেখেছি জলের রঙ নীল নয়!
                             সাদা
Subscribe to