Skip to main content
আমাদের বাংলা সালটা শ্রাবণের মেঘে ঢাকা চাঁদের মত কিছু কিছু মুহূর্তে উঁকি দিয়ে আবার মেঘের আড়ালে লুকিয়ে পড়ে। আজ যেমন উঁকি দিচ্ছে। আবার দেবে পঁচিশে বৈশাখ, তারপর বাইশে শ্রাবণ..এরকম আরো কয়েকটা দিন ( আসলে আর মনে পড়ছে না)। 
যদিও এখনও গ্রামের দিকে বহু মানুষ এই দিনপঞ্জিকা মেনেই চলেন, যেমন আমাদের কাজের দিদি, যেই বলেন অমুক চৈত্র ওদের বাবা গ্রামের বাড়ি যাবে, আমি দিশাহীন ওনার মুখের দিকে তাকাই আর মনে মনে হিসাব করি সেটা ইংরাজি মাসের কোন সময় হবে। উফ্, এক ভারতে যে কটা ভারত আছে সে ভাবতে গেলে 'ভাবিতে পাগল' হল রে দশা হয়। 
মাঝে বেশ কিছু বছর এই দিনটাতে পঙ্কজ সাহার সাথে কলকাতা দূরদর্শনের চ্যানেলে কিছুক্ষণ কাটত। নববর্ষের বৈঠক। কত কত গুণী মানুষ...কত গান...কথা...কবিতা..বুকের ভিতরটা গর্বে অ্যাত্তো বড় হত..এমন একটা সংস্কৃতির ধারা রক্তে নিয়ে আছি বলে। 
এখনও হয় হয়ত অনুষ্ঠানটা, দেখা হয়ে ওঠে না। কারণ জানি না, সে আমার রক্তের রঙ ফিকে হল বলে, না অনুষ্ঠানটা। 
আরেকটা জায়গায় বেশ আমেজ তৈরি হয়, দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরপ্রাঙ্গণ। কত কত লোক! বেশ ভাব, বছরের শুরুতে মায়ের আশীর্বাদ নেওয়া। হুম, বছরের বাকিদিনগুলোও যদি এ ভাব থাকত!! আদিম রিপুর বিত্তাপ পথেঘাটে কমত... কিছুটা মায়ের পায়ে যদি রেখে আসত...সে গুড়েবালি! 
যা হোক, সবাই ভালো থাকুন। সিরিয়ালের বাপ নিব্বংশ হোক। ভালো ধান হোক, পুকুরে নদীতে আরো মাছ হোক, আরো জবা, শালুক-পদ্ম, টগর, নয়নতারা ফুটুক, আরো আম-জাম-কাঁঠাল হোক, আরো নরম দুব্বা হোক, তারা ভোরে দূষণহীন শিশিরে ভিজুক...চাদ্দিকে শান্তি শান্তি শান্তি আসুক..মঙ্গলঘট ভরুক...সবাই আনন্দে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন। অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানাই। সাথে প্রণামও। শুভ পয়লা বৈশাখ, থুড়ি, শুভ নববর্ষ।