সৌরভ ভট্টাচার্য
17 April 2017
সকালে বসলে সূর্যের ধ্যানে
বললাম চোখ খোলো,
সূর্য পূর্ব দিগন্তে,
দেখো, কি তার রঙ, কি তার রূপ!
তুমি বললে আমায়, "পাষণ্ড, অজ্ঞানী!"
রাতের বেলায় তুমি বেরোলে সূর্য দর্শনে
বললাম, সে তো অস্তাচলে
পশ্চিম দিগন্তে দিল ডুব
তুমি আমায় বললে, "নাস্তিক, বিদ্বেষী!"