Skip to main content

     ওটা কি পাখি? মাছরাঙা?

            উড়ে গেল -

               যাক।
আকাশে কোনো পাখি হারায়নি আজ অবধি।

       মানুষ-ই কেবল হারায়

          শুধু আকাশে না

          মানুষের মধ্যেও

               হঠাৎ

           একা হয়ে।

Category