Skip to main content

মালীটা প্রতিটা ফুলের গায়ে নিজের নাম লিখে রেখেছিল গোপনে

কেউ জানত না

প্রজাপতি না, বাতাস না, মাটি না।

জানত শুধু মালী
  আর ফুল

ফুলগুলো শুকিয়ে ঝরে গেল
     মাটিতে মিশে গেল

   শুধু নামগুলো শুকালোও না
        মাটিতে মিশলও না

এখন বাগানে নতুন ফুল ফোটার জায়গা নেই আর
    সারা বাগান শুধু নাম নাম আর নাম

  লোকে বলে, মালী নাকি পাগল হল।

Category