সৌরভ ভট্টাচার্য
16 April 2017
সারাদিন ধরে শুকনো কাঠ জোগাড় করছিলাম, রাতে আগুন জ্বালাব বলে
খেয়াল করিনি ঈশানকোণে কখন জমেছে মেঘ
ঘন কালো মেঘ
তুমুল বৃষ্টি নামল
সব কাঠ ভিজল,
ভিজলাম আমিও
এখন নিকষ কালো রাত
ভেজা কাঠগুলো নিয়ে বসে আছি
কালকের অপেক্ষায়
যদি সূর্য ওঠে,
কাঠগুলো শুকায়
চারিদিক ঝলসে উঠল বিদ্যুৎ
চোখে লাগল ধাঁধাঁ,
গায়ে লাগল আগুন
কোলে রাখা ভেজা কাঠ শুকালো
আমার আগুনে
কোলের আগুনে
ওরা শুকিয়ে থাকবে আগামীকালের জন্য
আমার সত্তা ফুরানো ছাইয়ে মাখা ওদের শরীর
তুমি নিয়ে যেও
ছাই সরিয়ে
তোমার রাতের জন্য