সব দিয়ে শেষ ধরা দিলে
তবে নাও ফিরিয়ে
কেউ ফেরেনি
কেউ ছুটে যায়নি অবাধ্য হয়ে
ধুলো থেকে গ্রহপুঞ্জ
প্রতিটা ফুল স্ববৃন্তে - সার্থক
শুধু আমি রইলাম অবাধ্য হয়ে
অসন্তোষে, অভিযোগে
যা কিছু ছুঁই, যেদিকে যাই
সব কিছুই যেন- অকারণ অনর্থক
তার পরশরেণু মাগে
নাকছাবি
শুভ নববর্ষ
অনুরাগ
একাকীত্ব
তোমার ব্যস্ততা আর আমার একাকীত্ব
দু'জনেই দুজনকে এড়িয়ে চলে
চেনা রাস্তায় দুজনেই অচেনার ভান করে
আড়চোখে বিনা ছকে এক্কাদোক্কা খেলে
মুখ্যু ঢেকি
খুঁজবি কেন শূন্যে বসে?
কল্পনারই অঙ্ক কষে!
আছের মধ্যে দেখ দেখি
যে আছে তারে চিনিস নাকি?
তার ফাঁকিতে পড়েছে সবাই
চোখ বেঁধে নাচ ধিতাই ধিতাই
চুরি
তুমি যাওয়ার পর
তন্নতন্ন খুঁজলাম সারা ঘর
কি খুঁজলাম?
কি আবার,
রাতের ঘুম আমার!
নিয়ে গেছো তাতে ক্ষতি নেই
বলে যাবে তো একবার!
নীল
কাজের দিদি সাতসক্কালে এসে উপস্থিত। বললাম, এত সকাল সকাল? সে বলল, আজ নীলের উপোস যে। তাড়াতাড়ি কাজ সেরে গঙ্গায় যাব স্নানে।
খানিক পর রান্নার দিদি। সেও তাড়াতাড়ি। কারণ এক, নীলের উপোস। মায়ের, সন্তানের মঙ্গলের জন্য প্রার্থনা।