Skip to main content

অনায়াসে

রোগ-শোক-জরা-মৃত্যু এড়িয়ে কতদূর যাবে?

দ্বা সুপর্ণা

অন্য কেউ না
আমিই দেখে চলেছি আমাকে
গ্রীষ্ম বর্ষা
       শীত বসন্ত  
 কথার ভিড়। কথা শূন্যতা। 
   হিংসা। রাগ। অভিমান।
      ভালোবাসা। ভয়। মান। অপমান। 
 আমিই সাক্ষী আমার। একা। 
তবু একা হই। সঙ্গী খুঁজি। 
  যে সাক্ষী হবে আমার সঙ্গে আমার। 

যদি তুমি বলো

যদি তুমি ভাবো, নেই
তবে নেই
যদি তুমি ভাবো, আছে
তবে আছে
যদি তুমি ভাবো, আকার
তবে আকার
যদি তুমি ভাবো, নিরাকার 
তবে নিরাকার
যদি তুমি ভাবো, মিথ্যা 
তবে, মিথ্যা
    সে সত্যতেই না হোক সে সত্য 

ভয়

বড় অন্ধ অভিভাবকত্ব চারদিকে

আছেন

উনি সুখী ছিলেন না। উনি একা ছিলেন না।

অসংশয়

যে কথাগুলো স্বস্তি দেয় না আমায়

Subscribe to কবিতা