Skip to main content

 

111.jpg

 

ঘরে ফেরার কথা থাকে

                     সবারই

 

রাস্তা ফুরিয়ে যায় কারোর

        ঘরে ফেরার আগেই

 

কেউ দরজার কাছে এসে

              ফিরে তাকায়

 

রাস্তায় হারিয়ে গেল কে?

    সূর্যাস্তের রঙে ঢাকা তার মুখ

 

মনে আছে

      তবু যেন মনে নেই

 

(ছবি Suman Das)

Category