Skip to main content

যার একদম বুদ্ধি ছিল না

সে বুঝতে পারল

কোথাও একটা ভুল হচ্ছে। এটা হওয়া উচিৎ নয়।

 

যার ক্ষুরধার বুদ্ধি ছিল

সে বুঝল। কিন্তু বুঝল না।

বুঝল না, কিন্তু বলল।

বলল, কিন্তু বিশ্বাস করল না।

বিশ্বাস করল না। কিন্তু আবার বলল।

বারবার বলল। বলতেই থাকল।

একদিন তার বিশ্বাস হল।

বিশ্বাসের উপর না, বলার উপর।

 

তারপর একদিন সে ভুলেই গেল

তার মনে হয়েছিল

কোথাও কিছু একটা ভুল হচ্ছিল

কিছু বোকা মানুষ বুঝতে পেরেছিল।

তার তখন রাগ হয়েছিল।

ভীষণ রাগ।

Category