Skip to main content

 

আমার সব অশুভ সংকল্প দূর করে দাও।

 

আমার ভালোবাসা কয়েকটা খড়কুটো নিয়ে আকাশকে জিজ্ঞাসা করুক, কোথায় বাঁধব ঘর?

 

আমার সমস্ত শোক, আমাকে নিঃশেষে দাহ করে

   সমুদ্রের তীরে দাঁড়িয়ে বলুক

             নিয়ে নাও সব কালি, সব ছাই।

 

আমার সমস্ত অশুভ সংকল্প দূর হোক।

আমার পরে জেগে থাকা সময়

       পূর্ণতা দিক আমায়

          তার আলোয় সবটুকু মুছে দিয়ে

                   যা কিছু আমার। যা কিছু আমি।

আমার সমস্ত অশুভ সংকল্প দূর হোক

          মুক্ত করো আমায়

Category