Skip to main content

নয়


---
যদি চাও তো দিতে পারি ফুল
                        তোমার দু'হাত ভরে
   তবে জেনো,
        আমি ফুল বিক্ৰী করি না

বিভ্রান্ত কোরো না প্লিজ

ধরো তোমার কাছে একটা নীল কালির পেন আছে। অথচ আমার দরকার একটা কালো কালির পেন।
তুমি কখনো বোলো না, ইস, একটু আগেই আমার কাছে একটা কালো কালির পেন ছিল। কিম্বা বোলো না, তোমার পেনটাতে আগে কালো কালি পড়ত, এখন নীল পড়ে। অথবা, বোলো না, আরে আমার এই পেনটাও তো কালো কালিরই!

ভিন্ন আমিরা

বাথরুম থেকে ঘরে ঢুকেই চমকে উঠলাম। আমার চেয়ারটায় আমিই বসে খবরের কাগজ পড়ছি।

GRANDEUR

A petty mind reside ;
       with a slice of Sense,
    the bosom inside.
The lip-locked Grain, I daily seek ;
He has had, between couple of beak.
    My Opulence,
      My Experience.

Spread the message of love only

মাদার টেরেসা 'সন্ত' উপাধি পেলেন। অমনি একদল লোক 'হাঁ হাঁ' করে চীৎকার চেঁচামেচি জুড়ে দিলেন। “আরে আরে কি করো কি করো?

বৈভব

একটা ছোট্ট চিন্তার বাসা
     তার বুকে এক টুকরো অনুভব
ঠোঁটে করে প্রতিদিন আনা
           শস্যের দানা
    তার ঠোঁটে দিয়েছি তুলে
         আমার বৈভব
         আমার অনুভব

তুমিই থেকো

আমার রাতের ঘুমের পাশে
      শুধু তুমিই থেকো
আমার ঘুমন্ত আলতো হাতের মত
   নিজেকে একমাত্ৰ
      তোমার বুকেই রাখতে পারি নিশ্চিন্তে

যে তোকে দেয় কাঁটার জ্বালা

যে তোকে দেয় কাঁটার জ্বালা
   তাকে ফিরে দিস ফুল
তোর কাছে সে যদিও ফুল রে
   তার কাছে তা ত্রিশূল


[মূল দোঁহাঃ
जो तोको काँटा बुवे ताहे बोव तू फूल।
तोहे फूल को फूल है ताहे है तिरसूल।।]

[ছবিঃ দেবাশীষ বোস]

Subscribe to