Skip to main content

শেষমেশ কোথায় যাবে?
   কোনোদিন জানতে পারবে না
      কেউ পারেনি জানতে

তবু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পোড়ো না
    এক পা   এক পা   করে এগোও

আকাশের সীমানা না খুঁজেও, না জেনেও
     পাখি যেমন নিশ্চিন্তে ডানা মেলে নভোনীলে
       নীড়ের ক্ষুদ্র অহংকারকে করে প্রত্যাখ্যান

Category