Skip to main content

সক্কাল সক্কাল অমুকবাবুর সাথে রাস্তায় দেখা। বর্ষীয়ান, মার্ক্স-লেনিন নিবেদিত মস্তিষ্ক, আর জ্যোতি-বুদ্ধ নিবেদিত প্রাণ, অত্যন্ত ভালোমানুষ। আমার হাতটা খপ করে চেপে ধরে বললেন, অ্যাই তুমি নাকি ফ্যাসবুকে লেখোটেখো?

আমি বিনা ভূমিকায় এমন একটা প্রসঙ্গ এসে পড়ায় একটু ঘাবড়িয়েই গেলাম। আমতা আমতা করে কিছু একটা বলতে যাব, উনি আমায় হিড়হিড় করে রাস্তার একধারে নিয়ে গিয়ে বললেন, এই যে উরিতে অ্যাটাক হল, কাল একজন বিএসএফ মারা গেল - এসব কিসের জন্য হচ্ছে জানো?
বড় বড় চোখ করে তাকিয়ে আছি। কথা কোন বাঁকে ঘুরবে তো বুঝছি না।
তিনি প্রথমে ফিসফিস, আর পরক্ষণেই হুঙ্কার দিয়ে বললেন, শোনো সামনেই পাঞ্জাবে ইলেকশান না? হুঁ হুঁ, তোমরা বাবা এইসব চালাকি বুঝবে না, এই সব গট-আপ কেস। সব মোদীর চক্রান্ত। যাতে দেশের লোককে একটা স্টান্ট দেওয়া যায়।
আরো কিছু বলছিলেন...কিন্তু আমার মাথাটা ততক্ষণে ভোঁ ভোঁ করছে...আমি বাড়ি যাব....
বললাম, কাকু খুব জোর হিসি পেয়েছে...
উনি থামলেন। আমি বাড়ি এলাম।

উপরের বর্ণনায় কেউ আমায় রাজনৈতিক মেরুকরণ করবেন না প্লিজ, বা রাজনৈতিক কোনো বিদ্বেষমূলক কমেন্টসও করবেন না প্লিজ। শুধু তথ্য দিয়ে সাহায্য করতে পারেন।

আর আমার সাথে বলুন, কংগ্রেস ভারতবাসী, সিপিএম ভারতবাসী, তৃণমূল ভারতবাসী, বিজেপি ভারতবাসী.......সব আমার ভাই....(বাকিটা নেটে পড়ে নেবেন স্বামীজি রচনাবলী খুলে)।