Skip to main content

তাকিয়েছো কি নিবিড় করে
         পথের পরে
চেয়েছিলে কি আপনমনে
             আমার কাছে
          গোপন উপহার?

কি দেব বলো?
 শূন্য হাতে এসেছিলাম তোমার কাছে
যা আছে আজ আমার বলে
   তোমারই তো সব, জানোই তো গো
          তুমি
     অনন্য হেতু
          আমার বেঁচে থাকার

Category