চাঁদ
চাঁদ,
চাঁদের মুখ ভার
মেঘের আড়ালে তুমি
তারও মেঘের আড়াল আজ
দেওয়ালের রঙের আলোচনা হল
দেওয়ালের রঙের আলোচনা হল
দরজার কাঠ,
বাড়ির সম্ভাব্য আসবাব, সাজসরঞ্জাম
সে নিয়েও কথা হল
বাকি শুধু ভিতের আলোচনাটা
কতটা গভীর, কতটা পোক্ত হবে?
সে আলোচনা আজও হচ্ছে-হবেই রইল
নানান ঘোরে তুফান তোলে
দর্শন শুষ্ক, অনেকে বলেন। যদিও আমার কাছে আজ অবধি তা মনে হয়নি কখনও। নিজেকে জানার, নিজের বাইরে ভিতরে আসা যাওয়া করার এর থেকে ভালো পথ আর দেখি না। প্রতিটা অনুভবের একটা ছায়া থাকে। সে ছায়ার থেকে সরে দাঁড়িয়ে যদি কিছুক্ষণ নিবিষ্ট চিত্তে সেই ছায়ার দিকে তাকিয়ে থাকা যায়, ত
অনেক মানুষকে পাশ কাটিয়ে এগোতে এগোতে
অনেক মানুষকে পাশ কাটিয়ে এগোতে এগোতে
অনেকটা এগিয়ে এসে, খানিক থেমে
প্রথম কাটিয়ে আসা মানুষটার কাছে
আবার ফিরে যেতে ইচ্ছা করে,
তাকে যেন কি একটা বলা হয়নি
মহাত্মা
বাসি
এমন কিছু ছিল না হয়ত
তবু মন খারাপটা ছিল
কিছু মন যেন এখনও বাসি
কড়া পড়া পা
কিসেতে হোঁচট খেলো?
শুধু যুক্তি না তো
শুধু যুক্তি না তো
সময়ও যে গো লাগে
ক্যালেণ্ডারের পাতা ওল্টালেই বসন্ত আসে না
শীতের কুয়াশা মিলিয়ে যাক আগে
অনুরোধ
তোমাকে আমায় কেন্দ্র করে ঘুরতে হবে না
শুধু দিনের শেষে,
যেখানে আমি দাঁড়িয়ে
সেখানে ফিরে এসো
যদি না ফেরো,
জানি হারিয়ে যাবে না
আমার নিজেকে অপরিচিত লাগবে
প্রতিবাদ
আসলে খুব খারাপ শব্দ প্রয়োগ করলেই প্রতিবাদ করা হয় না
কিম্বা গগনভেদী চীৎকার করলেও প্রতিবাদ জানানো হয়,
তা না
বড় জোর কয়েকটা কাল-চিল উড়তে পারে
অজ্ঞতা বা ভণ্ডামি না
এতটা অস্বস্তি ছিল তবে
এতটা অস্বস্তি ছিল তবে
এতগুলো দীর্ঘশ্বাস
একলা ছন্দে তাল কাটছিল বারবার
যেন সমর্পিত অপেক্ষার রুদ্ধশ্বাস