Skip to main content
 
  ধুর!
ভীষণ অগোছালো
ভাঙা পাল্লা
ছেঁড়া পর্দা
এই কি তোমায় মানায় ভালো!
উফ!
ভীষণ বিরক্তিকর
ঝাপসা আয়না
শ্যাওলা উঠোন
এই কি তোমার সংসার ঘর?
হুম!
থাকো তবে তুমি
এরকমই থাকো
পুরো পৃথিবীকে
দূরে ঠেলে রাখো
সুখ কেনাবেচা
ক্লান্ত আমি
মাদুর আছে?
কোণে পেতে দিও
বাকি কটা কাজ
সেরে ফিরি তবে
শেষ শিখা -
যদি পারো সামলিও
না যদি পারো
তাও ক্ষতি নেই
নিভে গেলে শিখা
তারা জ্বেলে যেও
এ গল্পটা
এমনিই থাক
কি হবে সাজিয়ে?
কথার উপর
স্রোত বয়ে যাক
আমার তুমি -
শুধু তুমিটুকু হয়ো
কি হবে সাজিয়ে?
মিথ্যার মালা?
ফুরাবার যা
ফুরাতেই দিও
আমার তুমি
শুধু -
  তুমিটুকু হয়ো

Category