Skip to main content
 
ঈশ্বর যত দৃষ্টির বাইরে যেতে শুরু করেন, ভক্তেরা তত বেশি করে জোট বাঁধতে শুরু করে। নইলে যে তীব্র একাকীত্বের যন্ত্রণা। নিঃসঙ্গতার ভয়। তখন সবাই বলে, এই তো তিনি, এই তো তিনি। মনে মনে বলে, কই.. কই... ওযে ছায়া.. ওযে আলেয়া... ও যে কুশপুত্তলি। তখন ঢং ঢং করে ঘন্টা বেজে ওঠে। কাড়ানাকাড়া বেজে ওঠে। সব শব্দ চাপা পড়ে যায়। সবাই অপেক্ষা করে কখন সব শান্ত হবে, শান্তি পায় তাদের নিজেদের কথাই নিজেদের কানে ঢুকছে না বলে। অখণ্ড শান্তি বিরাজ করে। শুধু মাঝে মাঝে বগলের ঘাম পেট হয়ে কোমরের নীচে গড়ায়, অস্বস্তি হয়, চুলকায়। কেউ ভাবে নাচছে। কেউ ভাবে দ্রোহী হয়ে উঠছে। আর কেউ ভাবে, তবে ওরও! আসলে চাপা সংশয়ের কথাটা বগল জেনে যায় সবার আগে। তখন বগল ঢাকা বিশেষ পোশাক বানানো হয়। লোকে বলে ইউনিফর্ম।