Skip to main content
 
তুমি বুঝলে না,
   সংশয় কিন্তু যুক্তি নয়
তুমি অকারণেই 
   টোড়ির তীব্র মধ্যম রাখলে লুকিয়ে
কিসের যে তোমার 
             এত ভয়!