পাকচক্র
তুমি মোহঘূর্ণীর পাকচক্র নও। তুমি ভোগ্যও তো নও। নও তুমি ধুলোঝড়ের মত আচমকা আসা উত্তেজনা।
তুমি আমার একমাত্র শান্তি-সরোবর
আমার নগ্ন-আত্মার শেষ আশ্রয়স্থল
আমার প্রেম -
স্নিগ্ধ ভোরের শুকতারা
শ্বাসবায়ু
আমি তোমায় নিয়ে স্বপ্ন দেখি না
তোমায় নিয়ে আমার কোনো রঙীন কল্পনাও নেই
মিথ্যা
১
----
মন্দ্র সপ্তকে মিথ্যা বলা যায় না
মিথ্যা বলতে তার সপ্তক লাগে
চোখের মণির দৃষ্টি ছুটে তীর বেরোলে
সাজানো কথার ঢালের আড়াল লাগে
পূর্ণতা আর শূন্যতা
আলো
১
----
আলো নেভালেও যে আলো থাকে
সে আলো চোখের বাইরে না
সে ভিতর পথে ডাকে
২----
সাচ্চা হৃদয় খুঁজছি
নিশ্চই সে আছে
না হলে রোজ সকালে এত আলো
কারই বা খোঁজে আসে?
ভুল
১
====
ভেজা চোখ এড়াতে মুখ ফেরালাম
ভাবলে উপেক্ষা
শুকনো চোখে তোমার দিকে ফিরলাম
ভাবলে চালাকি
নিত্য নতুন ফুল ফোটেনা
নিত্য নতুন ফুল ফোটেনা
ফুল যা ফোটে একই
দেখার চোখে নতুন রে সে
সময় বলতে যা বুঝিস
সেও মন না থাকলে ফাঁকি
রোজ রাতেই
রোজ রাতেই আমরা
একই আকাশ, একই তারা, একই স্বপ্ন দেখি
তবু সারাদিন রোজ
কত না যত্নে নিজেদের নিরাপদ দূরত্ব রাখি
সাধনা
তোর সাধনায় জাগা অন্তরে
রাত্রি যেমন দিনের বুকে
প্রশ্নজাল
"জীবের আত্যন্তিক মঙ্গল কিসে?".... "হ্যাঁ গো, কাল কি দুধে বেশি জল মিশিয়েছিলে নাকি ?"
দুটোই প্রশ্ন। প্রশ্ন কোথায় নেই? সেই গীতায় অর্জুনের প্রশ্ন... বাইবেলে যোহন, ম্যাথিউ ইত্যাদির প্রশ্ন... বুদ্ধকে আনন্দ, আম্রপালির প্রশ্ন... সক্রেটিসকে প্লেটোর প্রশ্ন... অধুনা কথামৃতে ঠাকুরকে স্বামীজি থেকে গিরিশের অবধি নানান প্রশ্ন।