সৌরভ ভট্টাচার্য
13 November 2021
একটা কুকুর কিম্বা বেড়াল পুষতে পারো তো, তবে তো একা লাগে না।
কিন্তু যে আমায় ভালোবাসতে বা আমার অনুগত হতে বাধ্য, তার ভালোবাসা বা আনুগত্য পেতে যে আমার লজ্জা বোধ করে। যে আমায় প্রত্যাখ্যান করার স্বাধীনতা পায় না, যার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আমার আনুগত্য স্বীকার করা ছাড়া তেমন কোনো প্রশস্ত পথ নেই, তাকে ঘাড়ে, পিঠে বয়ে কি করব? সে বরং আমায় সত্যিই একা করবে। স্বয়ং ঈশ্বর যখন আমায় তাঁকে স্বীকার করা বা অস্বীকার করার স্বাধীনতা দিয়েছেন, তখন কাউকে কোনো কিছুতেই বাধ্য করতে আমার রুচিতে বাধে।
তবে একাই থাকো।
আমার একাকীত্ব নেই তো, আমার জগত জোড়া বিস্ময় আছে। আর সে বিস্ময়ের সব চাইতে বড় বিস্ময় হল মনের নিজের অজ্ঞতার সম্বন্ধে অসীম জ্ঞানহীনতা। কি মজার ব্যপার না?