Skip to main content

ষষ্ঠী

কাল অনেক রাত অবধি লোকটা বারান্দার রেলিং এ ঝুঁকে লোকের স্রোত দেখছিল। তার বাড়ির সামনে আলোয় আলো। আলোতে ছোটোছোটো পোকার ঘূর্ণী। মাইকে মান্না দে।

শুভেচ্ছা

তাকিয়েছো কি নিবিড় করে
         পথের পরে
চেয়েছিলে কি আপনমনে
             আমার কাছে
          গোপন উপহার?

সরিয়ে নাও

তুমি তোমার থেকে তোমাকে সরিয়ে নাও
তুমি তোমার থেকে আমিকে আমাকে দাও

পারো?

ক্ষমা চাইতে হাতজোড় করতেই হবে?
          না তো!

ভালোবাসি বোঝাতে সংলাপের সুর আনতেই হবে?
          না তো!

অমুকবাবু

সক্কাল সক্কাল অমুকবাবুর সাথে রাস্তায় দেখা। বর্ষীয়ান, মার্ক্স-লেনিন নিবেদিত মস্তিষ্ক, আর জ্যোতি-বুদ্ধ নিবেদিত প্রাণ, অত্যন্ত ভালোমানুষ। আমার হাতটা খপ করে চেপে ধরে বললেন, অ্যাই তুমি নাকি ফ্যাসবুকে লেখোটেখো?

PINK

Pink দেখে এলাম। কোনো ফিল্ম রিভিউ লিখতে বসিনি। অত গভীরে গিয়ে সিনেমার টেকনিক্যাল দিকগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখব, সমালোচনা করব - সে বিদ্যা আমার নেই। যতটা ভালো অভিনয় করলে প্রত্যেকটা চরিত্রকে সত্যি মনে হয়, প্রত্যেকে ততটা ভালো অভিনয় করেছেন। যেরকমভাবে একটা গল্পকে বললে তার বাস্তবতা নিয়ে কোনো সংশয় জাগে না - ততটা বাস্তবভাবে বলা হয়েছে। ...

মহাত্মা

তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, “শালা এবারের দোসরা অক্টোবরটা রবিবার পড়ে গেল।

কুহক

দূরত্বই থাক
   কিছুটা কুহকে বাঁচুক ভালোবাসা

খাদের ধারে দাঁড়িয়ে
     সামনে পথ নেই জানি
        তবু কুহকে ঢাকুক পথের নিরাশা

The Road

Where does this journey end?
The answer's known to none...
But don't lock your feet
Halfway on your path,
O, a moment is gone!

Take a step forward,
A step defined...
Leaving the cosy shelter
Of your home, far behind..

Like a venturing swallow
Ditches its nest,
And sails the empty sky,
In an eternal quest.

Subscribe to