সে আসবে তো?
ধর্ষণের পর
ভুল বললাম
যে দলিত মেয়েগুলো হারিয়ে গেল, ধর্ষণের পর
...
মৃত্যু যার নাগাল পায় না
বয়ামে অনেক কিছু থাকত
আমার চোখে পড়ত শুধু চানাচুর
দোকানের কাকু যে
সে সবাইকে চিনত
নামে নামে চিনত
...
ভালোবাসা মানে
রাতের অন্ধকারে এসে দাঁড়াও
হাস্পাতালের সামনে
দেখো
ভালোবাসা মানে উদভ্রান্ত চোখ
....
শূন্য খোল ঝিনুকের মত
একটা সত্যের খোঁজ করছি না?
আলগা বুকের পাঁজরে
আর কান্না ধরবে না জেনেও?
....
যুগান্তরের পাথরের মত
দইওয়ালা ফিরে যায়
ঠাকুর্দা ফিরে যায়
ছেলেরা ফিরে যায়
মোড়ল, প্রহরী ফিরে যায়
রাজার চিঠি এসে পড়ে থাকে
খাম বন্ধ হয়ে
সুধাও ফিরে যায়
অমল মোবাইলে ব্যস্ত
জানলার দিকে পিছন ফিরে
মাথা গুঁজে বসে
যুগান্তরের পাথরের মত
স্বচ্ছ নদীর মত
যদি গোটা পৃথিবীটা একবার নিঃশব্দে ঘুরে আসতে পারতাম
কোথাও নিজের কোনো অবশিষ্টাংশ না রেখে
যদি সব কথা শুনে যেতে পারতাম,
সাক্ষী থাকতাম যা ঘটে যায়, সব কিছুর
কোথাও নিজের কোনো মানদণ্ড না বসিয়ে
যদি ফেরার সময়ে,
সে সময়ে হোক
কি অসময়ে
কাঙ্ক্ষিত গন্তব্য
তুমি ডাকোনি
আমি নিজেই এসেছিলাম
ক্রমশ নিজেকে
তোমার অভ্যাস করে ফেললাম
আমারও অভ্যাস তৈরি হল
তোমার উপেক্ষা ছাপিয়ে
ভালোবাসার অপেক্ষায় থাকার
তুমি বলোনি
আমি নিজেই ফিরে এলাম
তুমি বললে
আমি অকৃতজ্ঞ
কেউ যদি কথা না বলে
কেউ যদি কথা না বলে
তবে দীর্ঘশ্বাসের নিম্নচাপ জমে
হঠাৎ একদিন
ওঠে ঝড়
অন্ধরা দেখতে শুরু করে
পঙ্গুরা হাঁটতে শুরু করে
বোবারা স্বরবর্ণে শ্বাস ভরে
ঠেলা দেয় ব্যঞ্জনবর্ণে
কালের চাকা ঘোরে
কেউ যদি কথা না বলে
তবে কাল সাগরে নিম্নচাপ জমে
অহিংসা
ভালোবাসায় অহিংসা মানে
ঈর্ষা না করে
ভয় না পেয়ে
একটু মনে রাখা
ভালোবাসা হারিয়ে যায় না,
ভালোবাসার মানুষটা হাত ছেড়ে গেলেও,
দ্বিধাহীন হৃদয় নিয়ে তবু বলতে পারা -
ভালো হোক
কেউ বদলে গেলে
কেউ বদলে গেলে
তাকে জিজ্ঞাসা করতে নেই
"কেন বদলে গেলে?"