Skip to main content

online

সব কটা দাগ নীল। নামের নীচে online। উপেক্ষা আশঙ্কা মুখোমুখি। বুকের মধ্যে on your mark - ঝোড়ো ভালোবাসা। উষ্ণ শ্বাস। উদ্বেগে ঠোকা উৎকণ্ঠার সময় - ঠক ঠক ঠক।
...

সমস্বর

কিছু মানুষের সাথে রাস্তার মোড়ে দেখা হঠাৎ। তখন মাঝরাত, আকাশ ভর্তি ঘন কালো মেঘ। জটলা করে দাঁড়িয়ে আছে তারা। কি যেন উচ্চৈঃস্বরে বলে যাচ্ছে। কাছে গিয়ে শুনলাম, বলছে, আহা এমন আলোর ছটা আগে দেখেছিস ভাই...

প্রস্তুত হও

মানুষ বলল, শান্তি কিসে প্রভু?
ঈশ্বর মাঠে বসে একটা কমলালেবু রঙ করছিলেন। মানুষটার দিকে তাকিয়ে বললেন, ওই ঘাসের মধ্যে চোখ ডুবিয়ে খোঁজো, একটা চাবি পাবে।
...

গরুর গাড়ির চালক আর বাউল

গাড়ির কলকব্জা সব ঠিকঠাক। চালক দক্ষ। পথ নিয়ে ভাবনা নেই যাত্রীদের।
তবু গাড়ি মাঝপথে রইল থেমে।
যাত্রীরা গাড়ি থেকে নেমে চালককে জিজ্ঞাসা করল, কি সমস্যা?
...

অর্থ

মানুষটার একটাও সুখ পালকের মত হল না
একটা দুঃখও সাগরের মত হল না।
সে অভিমানী হল তাই।
...

রাস

সরোবর বলল, এসো
... সে বলল, না, তুমি কেমন স্থির, তোমার বুকের মধ্যে পূর্ণচন্দ্রের ছায়া, সে কেমন ধ্যানমগ্ন, স্থির। চারদিকের এই নীরবতার মাধুর্য ভেঙে, তোমার বুকে ঢেউ তুলে কি হবে নেমে? তার চাইতে বসি তোমার তীরে।
...

অ্যাকোরিয়াম

অ্যাকোরিয়াম স্বপ্ন দেখছে। সে সমুদ্রের সামনে দাঁড়িয়ে। তার বুকের মধ্যে মাছগুলো বিস্ফারিত চোখে, কাঁচের দেওয়ালে মুখ ঠেকিয়ে দাঁড়িয়ে। তারা অ্যাকোরিয়ামকে বলছে, মিথ্যুক। তার কাঁচের দেওয়ালে ব্যথা, যেন চিড় ধরবে এখনই।
...

হয় তো আসব

আগন্তুক বেঞ্চে বসে বলল, আমি এই পাড়ায় ছিলাম।

কেউ শুনল না। তখন প্রচণ্ড ভিড় চায়ের দোকানে। আগন্তুক এক প্যাকেট বিস্কুট কিনে ষাঁড়কে খাওয়ালো।

শীত পড়ছে। আগন্তুকের গায়ে মোটা জামা। মাথায় পাগড়ি। ধুতিটা ময়লা। গঙ্গার ধার।
...

মৃত্যুভয়ের চেয়ে ভারী কার্তুজ

ট্রিগারে আঙুল। কিন্তু নলটা কোনদিকে ফেরালে শান্তি?

বুদ্ধ বলল, যদি ফেরাতেই হয়, নিজের দিকে।

হিটলার বলল, না, উল্টোদিকে।
...

চিরকুট

প্রতিদিন ভোরে লোকটার মাথার কাছে একটা চিরকুট রেখে যায়। সেই চিরকুটে কোনোদিন লেখা থাকে ভৈরব, কোনোদিন সাহানা, কোনোদিন হিন্দোল, কোনোদিন পটদীপ এরকম নানা রাগের নাম।
...
Subscribe to গদ্য কবিতা