সৌরভ ভট্টাচার্য
10 March 2021
মাধ্যাকর্ষণ সূত্র আপেক্ষিকবাদের তত্ত্বকে ভয় পায় না।
ডারউইনের তত্ত্ব অনায়াসে সংশ্লেষবাদ কি জিনতত্ত্বকে জায়গা দিয়ে দেয়।
ফ্রয়েডকেও কোথাও কোথাও অস্বীকার করে উত্তরসূরীরা।
কিন্তু কেউ কোথাও মুখ ভার করে বসে থাকে না,
অথবা "দেখে নেব" বলে অস্ত্র শাণায় না।
সমস্যা যত এদেরই
যারা কয়েকটা শতাব্দী প্রাচীন অক্ষরমালার বাইরে
সত্যকে দেখে না
ক্ষমতার জ্বরে ভুগে ভুগে
শান্তিকে পায় না