সৌরভ ভট্টাচার্য
12 December 2020
১
==
একজন মানুষ সারাটা জীবন নিরহংকারী হওয়ার চেষ্টা করে গেল।
এইভাবেই তার অহং সারাটা জীবন বেঁচে গেল।
২
===
একজন মানুষ খাঁচা হাতে বসে কাঁদছিল। দেওয়ালে মাথা ঠুকছিল।
আর সবাইকে বলে বেড়াচ্ছিল,
সবাই বেইমান, তার খাঁচায় না এলো আকাশ, না ভালোবাসা, না বাতাস।
কেউ একজন এসে বলল, খাঁচাটা বিক্রি করবে?
লোকটা বলল, মূল্য দেবে কত?
সে বলল, কত চাও?
লোকটা বলল, এক সমুদ্র চোখের জল।