Skip to main content

গোধূলী

সারা আকাশ জুড়ে রঙের কৌট
উল্টে ফেলে গেছে কোন দামাল ছেলে।

হলুদ, কমলা, লাল, ধূষর রঙের ছড়াছড়ি।
...

বোকাটা

নতুন পাঞ্জাবীটা পরার কথা অনেকেই বলল।
বলল,জন্মদিনে পরতে হয়, এটাই নিয়ম।

পারলাম না পরতে।
...

সে

যার আছে রে মন,
তার সবখানে।
যার নেই
...

খোঁজ

হতে পারে তুমি খুব চালাক,
তবু দেখেছি, সব শেষে
একটা অতি-চালাক মনও খোঁজে
...

খুব ঠিক

"আমি একজন মানুষকে চিনতাম। সে সারা জীবন একটাও ভুল করে নি।"

আচমকা

সারাটা গাছ বর্ষায় ভিজে
হাওয়ার সাথে খেলছে।
সামনের ছাদে তারে শুকোতে দেওয়া
সারি সারি কাপড়গুলো ভিজছে
স্কুল পালানো বাচ্চাদের মত।
...

সৃষ্টি

বুকের ভিতর আবার পাগলামীটা
গুমরাচ্ছে,
ফাটবে নাকি?

অঙ্গীকার

আমার হৃৎকমলে অনেক ফুলের রেণু।
তাদের আদরে অভিমানে ক্ষমায়
সমৃদ্ধ আমার প্রাণ, আমার প্রেম।
আমার হাসি কান্না কবিতা নীরবতায়

জানলে কি করে?

অমুক বাবু নাকি খারাপ লোক,
জানলে কি করে?
অমুক নাকি খুবই অসুখী তমুককে বিয়ে করে
...

জানে তো দুজনেই

বর্ষা আড়চোখে দেখেছে, 
শরৎ এসে দাঁড়িয়েছে চৌকাঠে,

নীচতা

আমি খিদে বুঝি, তেষ্টা বুঝি
রাগ বুঝি, অভিমান বুঝি।

মাথা ঘোরা বুঝি, পেট ব্যাথা বুঝি
...

দিশা

ছোটবেলায় ভাবতাম
ঈশ্বরকে ডাকলে সব দু:খ দূর হবে
চিরকালের মত।

বড় হয়ে বুঝলাম তা হয় না।
...

আর না

দশের বোঝা টানতে টানতে শিরদাঁড়া
বেঁকে গেল যার,
তিনিও এককালে সুন্দরী ছিলেন।
...

চেনা মানুষ

যে কোনো দিকেই যেতে পারি, জানি।
তবু সেই চেনা মানুষটা কোন দিকে থাকে, জানো?
সেই দিকটাই খুঁজছি কবে থেকে।
...

তোমার পাশে

তোমার মন্দিরের স্তবে আমার প্রাণের সুর
যায় হারিয়ে।
তাই মন্দিরের পথ ছেড়ে দীঘির ধারে বসি, একা।

কান্তাচার্য্য ও মুকুন্দ

মুকুন্দ চায়ের দোকানে বসে চায়ে নুন মেশাচ্ছে। এরকম মুকুন্দ প্রায়ই করে। বিশেষ করে রেগে গেলে বা মন খারাপ থাকলে।
   মুকুন্দ তবলা শেখায়। শ্যামনগরের একটা গ্রামেই তার বাড়ি আর বাড়িতেই স্কুল। 'আসুন তবলা বাজাই' - তার স্কুলের নাম। তার বয়স পঁয়ত্রিশ কি ছত্রিশ হবে। খুব লাজুক প্রকৃতির ছেলে।
...

তপস্যা

জীবনে একটা চাওয়া থাক, অপেক্ষা করে চিরকাল।
তার থেকে অপেক্ষার মাধুর্য্য কেড়ে নিও না।
বোলো না আমার কালকেই চাই, কি পরশু,

শর্মিলাকে

চিন্তাতে তৈরি হয় ভিন্নমত।
তাই যারা চিন্তা করতে পারে
তাদের নিয়ে ভয় ওদের চিরকাল,
ওদের ছেড়ে রাখতে ভরসা পায় না ওরা।
...

ভাগ্য

সেদিন ফুলের মধুর সাথে পাঁপড়ির তুমুল ঝগড়া-
কার টানে আসে প্রজাপতি, মধু না পাঁপড়ি?
...

কি হবে বলে?

আমার জন্য কাউকেই অপেক্ষা করতে
বলিনি কোনদিন।
কি হবে বলে?
...

তার চেয়ে

সবাই বলল-
ওই শিউলি গাছটা উপড়ে ফেল,
ওখানে লাগাও আলফানসো আমের চারা
...

ইচ্ছা হলেই?

তুমি হাঁটতে পারো, ছুটতে পারো,
বসতে পারো, শুতেও পারো,

একই কথা

আমার চারপাশে অনেক মানুষ
এক একজন না পড়া চলমান উপন্যাস।
কত অধ্যায়, কত অনুচ্ছেদ, জানি না।
...

অভিসার

ছন্দপতন ঘটেছে তো অনেকবার
বেহায়ার মত ঘুরেছি এ পাড়া ও পাড়া,
চেনা গলি খুঁজে ফিরেছি বিস্তর।
ক্লান্ত হয়ে পাঁচ মাথার মোড়ে বসেছি।

ঘুণপোকা

বুকের তলায় ঘুণ ধরাচ্ছে যে কথাগুলো,
তাদের বাইরে নিয়ে এসো,
খোলো বন্ধ দরজা মাঝে মাঝে।

ভুল পথ

অনেকটা পথ অন্যমনস্কভাবে হাঁটার পর
বুঝলাম ভুল রাস্তায় চলেছি।

সামঞ্জস্য

বাঁচাটাকে easy করার চেষ্টায় আছি। তাই আইন কানুন তৈরি হল, বিজ্ঞানকে কাজে লাগিয়ে দূরত্ব কমানো গেল, আয়ু বাড়ানো গেল, শ্রম কমানো গেল আরো কত কি, কত কি হল। এসব হয়ে চলেছে আর হবেও। সেটাই স্বাভাবিক। যদি জীবনটাতে আরেকটু স্বাচ্ছন্দ্য আনা যায়। আসছেও তো। তবু?
...

স্বরগঙ্গা

বাইরের দিকে তাকিয়ে ছিলাম,
দৃশ্য ঝাপসা হয়ে আসল ধীরে ধীরে।

কানে আসছিল
কাদের কথা, পাখার শব্দ,
হালকা হয়ে আসল তাও ক্রমশ।
...

চিঠি

একসাথে চলার কথা ছিল,
থাকতেই পারে সে কথা।
তা বলে একসাথে চলতেই হবে
এমন কথা কি ছিল?
...

১৫ই আগস্ট

আমার কাছে ১৫ই আগস্ট মানে
একটা জাতীয় ছুটির দিন।
মানে ব্যাঙ্গালোরের কোনো বন্ধুকে
ফোন করলে বলবে না-
...

সর্বনাশী

বাইরে তুমুল বর্ষা।
আমি ঘরের কোণে একা।
শুরুও নেই, শেষও নেই,
এই ভাল, না দোকা?
...

আমার দেশ

খুব বড় দেশ একটা।
তাতে দূর্নীতি আছে, শোষণ আছে,
অনাচার আছে, ভন্ডামী আছে,
আরো অনেক কিছু খারাপ আছে,
সবাই জানি।
...

বুড়ো আঙ্গুল

ছোটবেলায় বন্ধুরা বুড়ো আঙুল দেখালে
খুশী হয়ে যেতাম,
বুঝতাম, বন্ধুর আমার রাগ ভেঙেছে।
...

স্বপ্ন

তুমি স্বপ্নে দেখো কালো ঘোড়া
টগবগিয়ে চিরছে তোমার বুক।

তুমি স্বপ্নে দেখো লাল গোলাপ
তাদের রঙে রাঙা তোমার সুখ।
...

আমি দুর্বল বলে

অনেকটা আড়াল করে তোকে রেখেছি
তুই না, আমি দুর্বল বলে।

তোর হাত সবার সামনে ধরি না,
লজ্জা লাগে বলে না,
তোর হাতটা সবার চোখে পড়বে যে!
...

ভুল

কোথায় কি একটা খুঁজছে ছেলেটা,
পাচ্ছে না।
চোখ আছে, চোখে চশমা আছে,
হাত আছে, হাতে টর্চ আছে,

অভিব্যক্তি?

কত প্রাচীন যুগে মানুষ দেহকে আবৃত করেছিল
পশুচর্মে
তার নাম ছিল নিয়েণ্ডারথাল
হাজার হাজার বছর আগের কথা,

একসাথে

বন্ধু বলল, ঘুরে আসবি?
বর্ষার বেলা, মেঘলা আকাশ,
দারুণ প্রস্তাব।
বললাম চল, উঠলাম বাইকে-
...

ছদ্মবেশ

 
অহংকার কার না আছে। যে মানুষটা জানে তার অহংকার নেই তার সেই স্বঘোষিত নিরহংকারের দাবী যে কি মারাত্মক তা তার আশেপাশের মানুষই টের পান।

কাঁটাবন

কাঁটা তোল, কাঁটা তোল,
ওই দেখ আরো কাঁটা
আরো তোল, আরো তোল,
সব কাঁটা না পারিস
কিছু কাঁটা তোল তোল।
...

সহমরণ

জানি, আমিও মানি না, তুমিও মানো না-
সহমরণ।
তবু মনে আসে তাদের কথা, যাদের উনিই সর্বস্ব, জীবন।
...

ফুলঝুরি

একটা ছোট্ট ফুলঝুরি নিয়ে
বেসামাল হয়ে খেলতে খেলতে
সারা শহরে লাগালে আগুন।
...

এখোনো কি রাত?

কত রাত হল?
কেউ জেগে আছো?
কারোর পায়ের শব্দ কি আসছে?
কই না তো!
মনের ভুল?
...

ভিজে হৃদয়

পুরোনো খাতাটা আবার খুললাম
ধুলো ঝাড়লাম।
হাঁচতে হাঁচতে চোখ লাল হল
সর্দিই হল প্রায়।
...

কেউ আছো?

বন্ধ হয়ে যাওয়া রাস্তাটার দিকে তাকিয়ে অনেকক্ষণ বসে ছিলাম।
পায়ে ঝিঁঝিঁ ধরে এলো। তবু উঠলাম না।
সন্ধ্যা হয়ে গেল। কেউ আছো?
...

প্রতিবাদী

একজন লোক প্রতিবাদ করত।
খুব প্রতিবাদ করত
কারণ, প্রতিবাদ করার দরকার ছিল।
তারপর সে আরো প্রতিবাদ করল,
কারণ তাতেই তার শান্তি এখন।
...

কবীর দোঁহা

কবীরের মনে প্রেমের বাদল, অবিরাম বর্ষণধার।
অন্তরে সিক্ত আত্মা, সবুজে ভরে চারিধার।।

ঠিক

প্রথমে ভেবেছিলাম ওরা ঠিক। আমি ভুল।
তারপর ভাবলাম আমি ঠিক। ওরা ভুল।
এখন জানি ওরাও ঠিক, আমিও ঠিক।
...

উত্তরণ

রাতের বুক চিরে চাপা কান্না ছড়াল
পেয়ারা গাছের ডালে।
জ্যোৎস্না পড়ল তার উপর
তাকে জড়িয়ে।
...

দেখা

তাকালেই কি দেখা যায়? না বোধহয়।
   তাই যদি হত তা হলে হয়তো বা দেখতাম একটা হনুমান কলার কাঁদি পাশে রেখে ফুলের শোভায় বিমোহিত হয়ে মালা গাঁথতে বসেছে, আর গুনগুন করে গাইছে, "পরাবো বলিয়া তোমার গলায় সাধের মালাটি গেঁথেছি।"
...

আলোকাশ্রম

পাড়ায় একেবারে ছি ছি পড়ে গেল।

   "শেষমেশ কি না এই!"
   "তাও কি না সাধুর সাথে!"
   "বলি অমন শান্ত সদাশিব স্বামী থাকতে কি না...! ছি ছি..!"
...

পরিচয়

"কেমন আছেন?"
"ভালো আছি।"

এই দুটো সংলাপে ভর করেই ওনাকে
আমি আজ প্রায় দশ বছর হল চিনি।
...

অবুঝ

তোমার আসার পথে আলো ধরিনি,
অভিমান করেছিলে।
আমি জানতাম তুমি না বুঝে এসেছ।
...

একলা যাবি

ডাকবি ডাক, এখনই ডাক,
ওদের আসতে অনেক দেরি।
সবাই মিলে যায় না যাওয়া,
যেতে হবে একলা তোরই।
...