Skip to main content

বাইরে তুমুল বর্ষা।
আমি ঘরের কোণে একা।
শুরুও নেই, শেষও নেই,
এই ভাল, না দোকা?

এই ভাল এই ভাল রে মন
একলা একলা ভাসা।
ওদের সাথে ওরা থাকুক
কিসের ভালবাসা?

ভালবাসা জানি না মন
বাঁচতে ভালবাসি।
সেই বাঁচাতেই তোর ছোঁয়া চাই
তুই কি সর্বনাশী?

সর্বনাশী সর্বনাশী
আগুন জ্বেলে যা।
পুড়তে আমার ভয় নেই রে
আদুর আমার গা।

আয় পোড়াবি আয় পোড়াবি
বিষের পেয়ালা ভর,
সারা হৃদয় জ্বলুক আমার
তুই ছাড়া সব পর।

তারপরে সেই চরম মরণ
আসুক, কি ভয় তাকে?
আগে থেকেই দিয়ে আছি
কাড়বে সে আর কাকে?

 

Category