সৌরভ ভট্টাচার্য
29 August 2014
বুকের ভিতর আবার পাগলামীটা
গুমরাচ্ছে,
ফাটবে নাকি?
হয় তো বা।
গুমরাচ্ছে,
ফাটবে নাকি?
হয় তো বা।
এই পাগল, তোর কি চাই?
দেখো, কথা শোনে না,
আরে ও পাগল তোর কি চাই?
দেখো, কথা শোনে না,
আরে ও পাগল তোর কি চাই?
পাগল মাথা তুলল।
চমকে উঠলাম!
তুমি?
চমকে উঠলাম!
তুমি?
কি চাও? কেন এই পাগলের বেশ?
সে অট্টহাস্য করে উঠল, বলল,
আমি চাই তছনছ করতে সব,
যাতে নতুন করে সাজাতে পারি।
আর পাগল ছাড়া কে আর নতুন পথে
হেঁটেছেরে মূর্খ?
আমি ক্ষ্যাপাই আর ক্ষেপি।
এই তো সৃষ্টি,
বুঝলি?
আমি চাই তছনছ করতে সব,
যাতে নতুন করে সাজাতে পারি।
আর পাগল ছাড়া কে আর নতুন পথে
হেঁটেছেরে মূর্খ?
আমি ক্ষ্যাপাই আর ক্ষেপি।
এই তো সৃষ্টি,
বুঝলি?