Skip to main content
অনেকটা পথ অন্যমনস্কভাবে হাঁটার পর
বুঝলাম ভুল রাস্তায় চলেছি।
ভয় পেয়ে গেলাম।
 
কি করব এখন?
জিজ্ঞাসা করলাম জনে জনে।
 
তরুণ একজন বললে-
এগিয়ে যাও, কিছু না কিছু তো পাবেই সামনে।
মনে ধরল না।
 
একজন তরুণী বললে-
আর এগিয়ো না, এসো এখানেই বাঁধি বাসা।
 
মন বিমুখ হল।
 
একজন বৃদ্ধকে দেখলাম গাছের নীচে বসে,
সৌম্যকান্তি তাঁর মুখ, কাছে গেলাম।
তিনি বললেন-
ফেরার পথ ধরো এখনি।
বললাম, বেলা যে অনেক হল, পারব পৌঁছাতে
নিজের পথে?
তিনি বললেন-
হয় তো পারবে না,
হয় তো মৃত্যু আসবে পথের মাঝখানেই।
তবু জানবে, তুমি ফেরার পথ ধরে তো ছিলে।
জেনে শুনে ভুল পথে হাঁটো নি বাকি জীবন
নিজেকে ঠকিয়ে, সে যে শত মৃত্যুর চেয়েও ভয়ংকর!
 
 
আমি ফেরার পথ ধরলাম।

Category