Skip to main content

জানি, আমিও মানি না, তুমিও মানো না-
সহমরণ।
তবু মনে আসে তাদের কথা, যাদের উনিই সর্বস্ব, জীবন।


সে দিন বাইশে শ্রাবণ,
চেয়েছিল কি কেউ কেউ-
ওঁরই সাথে
সহমরণ?